1. গ্রাহককে আয়কর রিটার্নের প্রাপ্তি-স্বীকার রসিদ জমা দেয়ার সময় গ্রাহকের নিবন্ধিত মোবাইলে পাঠানো OTP দ্বারা যাচাই করা হবে।
2. গ্রাহককে অবশ্যই আয়কর রিটার্নের সঠিক প্রাপ্তি-স্বীকার রসিদ আপলোড করতে হবে। আপলোডকৃত প্রাপ্তিস্বীকার রশিদে ভুল/মিথ্যা তথ্য থাকলে গ্রাহক বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা মানতে বাধ্য থাকবে।
3. গ্রাহকের একাধিক একাউন্ট/মেয়াদী আমানত থাকলে যেকোন একটি একাউন্টের বিপরীতে e-TIN জমা দিলেই হবে।
4. আপলোডকৃত ফাইলের আকার সর্বোচ্চ 5MB পর্যন্ত হতে পারবে।
5. আয়কর রিটার্নের প্রাপ্তি-স্বীকার রসিদের শুধুমাত্র স্ক্যান কপি ইমেজ (png/jpeg/jpg ফরম্যাটে) এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করা যাবে।
6. ওয়েবসাইটের মাধ্যমে আয়কর রিটার্নের প্রাপ্তি-স্বীকার রসিদ জমা দিতে হলে, গ্রাহকের ১২ সংখ্যার e-TIN নাম্বার অবশ্যই ব্যাংকে নিবন্ধিত থাকতে হবে। e-TIN নাম্বার নিবন্ধিত না থাকলে BRAC ব্যাংকের যেকোন শাখা-উপশাখায় e-TIN এর কপি সহ প্রদানের মাধ্যমে নিবন্ধন করতে হবে।